ফেনী প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আলমগীর হোসেন ভূঞা (৩৩) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রবিবার দিবাগত রাতে চোরাচালানের সময় উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম পাঠানগড়ে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক, তিন রাউন্ড গুলি, ১০০ বোতল ফেন্সিডিল ও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।

নিহত আলমগীর ছাগলনাইয়ার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম পাঠানগড় গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে। তার বিরুদ্ধে ফেনী সদর, ফুলগাজী ও ছাগলনাইয়া থানায় নয়টি মামলা রয়েছে।

এ সময় অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত ১টার দিকে ছাগলনাইয়ার পশ্চিম পাঠানগড় এলাকা দিয়ে মাদকের একটি চালান যাচ্ছে, এ সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন ভূঞা নিহত হন।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মোর্শেদ পিপিএম মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।


(ওএস/এএস/মে ২০, ২০১৮)