সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে বোরো ধান কাটার ভরা মৌসুমে প্রবল বৃষ্টি,শ্রমিক সংকট এবং ধানের বিক্রয় মুল্য কমে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। ফসল তেভাগা করেও (৩ ভাগের  ১ ভাগ) শ্রমিককে দিয়েও জমির পাকা ধান ঘড়ে তুলতে পারছেন না । 

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, এ বছর তাড়াশ উপজেলায় ৩০ হাজার ৭ শত ২০ হেক্টর জমিতে বোরো ফসলের চাষ হয়েছে এবং ফলনও হচ্ছে বেশ ভাল।

উপজেলার বারুহাস ইউনিয়নের সান্দুরিয়া গ্রামের কৃষক মোতালেব হোসেন জানান, শ্রমিক সংকটে তার ৬০ বিঘা জমির বি আর ২৯ জাতের পাকা ধান এখনো মাঠেই পরে আছে।

ধাপতেতুলিয়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান, সদ্য কাটা বি আর ৬৪ জাতের উচ্চ ফলনশীল ধান রবিবার উপজেলার বিনসাড়া হাটে নিয়ে মাত্র ৫ শত ৫০ টাকা মন দরে বিক্রয় করেছেন।

তিনি আরো জানান, একদিকে বৃষ্টির পানি জমিতে আটকে গেছে এবং শ্রমিক সংকটের কারনে পাকা ধান কাটা যাচ্ছে না।

অন্যদিকে বাজারে সদ্য কাটা বি আর ২৮,বি আর ২৯,বি আর ৬৪ সহ বিভিন্ন জাতের ধানের মূল্য কমে যাওয়ায় শ্রমিকরাও ফসল তেভাগা করে নিয়েও কাটছেন না পাকা ধান।

এ ব্যাপারে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, উপজেলায় বোরো ফসলের বাম্পার ফলন হলেও শ্রমিক সংকট সহ নানা কারনে পাকা ধান ঘরে তোলা নিয়ে বিপাকে পরেছেন কৃষক।

(এমএসএম/এসপি/মে ২১, ২০১৮)