নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ন্যাশনাল সার্ভিস কর্মীদের চেক বই বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। 

জানা যায়, উপজেলা যুব উন্নয়নের আওতায় ন্যাশনাল সার্ভিসে উপজেলার প্রায় ৬শতাধিক কর্মী বিভিন্ন দপ্তরের কর্মরত আছে। তাদের মাসিক ভাতা উত্তোলণের জন্য জনতা ব্যাংক নাগরপুর উপজেলা শাখায় নিজ নিজ নামীয় একাউন্ট খোলা হয়। সে মোতাবেক ন্যাশনাল সার্ভিসের প্রত্যেক কর্মী জনতা ব্যাংক নাগরপুর শাখায় একাউন্ট খোলেন।

ন্যাশনাল সার্ভিসে কর্মরত একাধিক কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, সোমবার জনতা ব্যাংক নাগরপুর শাখায় চেক বই আনতে গেলে ওই শাখার অফিসার মোহন আব্বির আল মামুন চেক বই বিতরন কালে চেক বই বাবদ ১শত টাকা করে আদায় করে নিয়েছে।

এ ব্যাপারে জনতা ব্যাংক নাগরপুর শাখার ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, চেক বই বাবদ ১শত টাকা করে নেয়া হয়েছে বলে স্বীকার করেন।

এ ব্যাপারে উপজেলা যুবউন্নয়ন অফিসার মো. মাহবুব আলম খানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, জনতা ব্যাংককে ন্যাশনাল সার্ভিসের কর্মীদের চেক বই বাবদ একশত টাকা করে নিয়েছে বলে জানতে পেরেছি।

(আরএসআর/এসপি/মে ২১, ২০১৮)