স্পোর্টস ডেস্ক : আগামী ২৩ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠিতব্য ২০তম কমনওয়েলথ গেমসে অংশগ্রহণের জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছে বাংলাদেশ।

এই আসরে বাংলাদেশ থেকে ১০টি ডিসিপ্লিনে অংশ নেবে ক্রীড়াবিদরা। এগুলো হল- সাঁতার, অ্যাথলেটিক্স, বক্সিং, সাইক্লিং, জিমন্যাস্টিকস, ভারোত্তোলন, রেসলিং, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও শ্যুটিং।

বিমানের আসন সংকটের কারণে কয়েকটি ধাপে বিভক্ত হয়ে বাংলাদেশ দল গেমসে অংশগ্রহণ করতে স্কটল্যান্ড যাবে। তারা ফিরেও আসবে ধাপে ধাপে।

সবার আগে বাংলাদেশ ছাড়বে শ্যুটিং দল। এবং সবশেষে কমনওয়েলথ গেমসে যোগ দেবে রেসলিং দল। ১০ সদস্যের শ্যুটিং দল ঢাকা ছাড়বে ১৪ জুলাই এবং রেসলিং দল ঢাকা ছাড়বে ২৪ জুলাই।

(ওএস/এস/জুলাই ১১, ২০১৪)