বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে ১৪ মাদকসেবীকে আটক করা হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পুলিশ জেলার ৯টি উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকৃতদের মধ্যে ১৪ জনই মাদক মামলার আসামী বলে জেলা পুলিশ নিশ্চিত করেছে।

বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে মাদক মামলায় শরণখোলা উপজেলায় ৩ জন, চিতলমারিতে ২ জন, মোল্লাহাটে ৩ জন, বাগেরহাট সদরে ১ জন, মোরেলগঞ্জে ১ জন, কচুয়ায় ২ জন, রামপাল ১জন ও মোংলা ১ জন রয়েছে। তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

(এসএকে/এসপি/মে ২২, ২০১৮)