নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশ ও নগরকান্দা উপজেলা কমিউনিটি পুলিশের আয়োজনে মঙ্গলবার সকালে নগরকান্দা থানা মিলনায়তনে “পুলিশই জনতা জনতাই পুলিশ” এই মুল মন্ত্রকে সামনে রেখে ওপেন হাউজ ডে-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল এফ এম মহিউদ্দীন।

বক্তব্য রাখেন নগরকান্দা পৌরসভার মেয়র মোঃ রায়হানরউদ্দীন মিয়া, নগরকান্দা উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি বেলায়েত হোসেন মিয়া,সাধারন সম্পাদক ইউনুস সরকার,নগরকান্দা থানার ওসি তদন্ত নিখিল অধিকারী, ভাঙ্গা সরকারী কে এম কলেজের উপাধ্যক্ষ আঃ কুদ্দুস সরদার, নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ,সাধারন সম্পাদক লিয়াকত হোসেন,নগরকান্দা পৌরসভার প্যানেল মেয়র নিমাই সরকার,পুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আঃ সোবহান মিয়া, ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম, শহীদনগর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি বোরহান আনিচ,সাপ্তাহিক খোলাচোখ এর সম্পাদক মাহাবুব আহাদ, রফিকুজ্জামান অনু,আঃ ওদুদ মিয়া,মাসুদুর রহমান,হাবিবুর রহমান নজরুল,কামরুজ্জামান সাকিল,বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী মিয়া,মেস্তফা খান, নুরুল ইসলাম প্রমুখ।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কমিউিনিটি পুলিশের সদস্যরা বলেন, নগরকান্দা থানার চাঁদহাট, পুরাপাড়া,কাইলার মোড়.সুতারকান্দা, রামনগর সহ বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার বাড়ছে এবং কিছু কিছু এলাকায় জুয়া খেলা চলছে ফলে বিপথগামী হচ্ছে যুব সমাজ ।

নগরকান্দা থানা পুলিশের পক্ষ থেকে নগরকান্দা থানা এলকায় সন্ত্রাস ও দাঙ্গা দমন এবং মাদক নিমূলে সকলের সহযোগিতা কামনা করেন।

(এনএস/এসপি/মে ২২, ২০১৮)