নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে সদর বাজারে চার দোকানিকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন চৌধুরী যৌথভাবে মঙ্গলবার দুপুরে সদর বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী রাখার দায়ে সদর বাজারের সুমন ষ্টোর, সুনিল সাহা ষ্টোর, মেহেদি ষ্টোর ও খান এন্টার প্রাইজ (পোল্ট্রি ফিড) কে ১৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রাট) আসমা শাহীন জানান, উপজেলা সদর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী রাখার দায়ে ভোক্তা অধিকার আইনে সুমন ষ্টোরকে ৫ হাজার, সুনিল সাহা ষ্টোর ৫ হাজার ও মেহেদি ষ্টোরকে ৩ হাজার টাকা এবং খান এন্টার প্রাইজ (পোল্ট্রি ফিড) কে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এদিব মাহমুদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন প্রমুখ।

(আরএসআর/এসপি/মে ২২, ২০১৮)