সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : পটুয়াখালীর গলাচিপায় শাহানারা বেগম (৭০) বাদী হয়ে ছেলেসহ দুই জনকে আসামি করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছে। আসামিরা হলেন শাহিন মিয়া, সাব্বির ইসলাম লাজিম ও শাহিন মিয়ার স্ত্রী নার্গিস তারা।

মামলা সূত্রে জানা যায়, স্বামীর অসুস্থতার কারণে জমি বিক্রি করার জন্য ক্রেতা সংগ্রহ করিলে সকল আসামিগণ খবর পাইয়া ঘরে ঢুকে জাহানারা বেগমের ট্রাংক ভেঙ্গে ১ লক্ষ ৪০ হাজার টাকা, সোনা, কাগজপত্র নিয়া যায় এবং মাকে মরধর করে।

এ বিষয়ে জাহানারা বেগমের কাছে জানতে চাইলে তিনি জানান, আমার স্বামীর অসুস্থতার কারণে আমি জায়গা জমি বিক্রি করতে গেলে আমার ছেলে শাহিন মিয়া বাধা দেয় এবং আমাকে মারধর করে। আমার স্বামীকে ডাক্তার দেখাইতে চায় না। তাই আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি মামলা করতে বাধ্য হলাম।

আমার স্বামীর নামে জমিজমার যত কাগজপত্র আছে সবকিছু নিয়ে গেছে এবং আমাকে বাড়িতে ঢুকতে দেয় না। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে সমন জারি করে। মামলা নং- সি আর ২৬১/১৮।

(ওএস/এসপি/মে ২৩, ২০১৮)