জে জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রাম দক্ষিণ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান "পশ্চিম পটিয়া এজে চৌধুরী ডিগ্রি কলেজে" বি.এম শাখার বাস্তব প্রশিক্ষণ-২০১৮ অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল ১২টা হতে ২টা পর্যন্ত চট্টগ্রামের বিখ্যাত জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে হাতে কলমে শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়।

এতে কলেজের অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিনের তত্বাবধানে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নিয়ে এ আয়োজন করা হয়।

দুপুর ২টায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড হতে ৩২জন শিক্ষার্থী প্রশিক্ষণ শেষে কলেজ ক্যাম্পাসে ফিরে আসে।

বিকাল ৪টায় কর্ণফুলী শাহ্ আমানত তৃতীয় সেতুর বিপরীত পাশের নেভাল টু তে দাড়িয়ে ভাসমান জাহাজ দর্শন করানো হয়।

পরে কলেজ কতৃপক্ষের আয়োজনে জামাল খান সড়কে দি সিগন্যাচার রেস্টুরেন্টে ইফতার সম্পন্ন করেন।

ইফতার শেষে পুনরায় কলেজ ক্যাম্পাস এবং শিক্ষকের কাছে থেকে বিদায় নিয়ে স্ব স্ব গন্তব্যে চলে যায় শিক্ষার্থীরা।

বাস্তব প্রশিক্ষণে এ সময় শিপইয়ার্ডে উপস্থিত ছিলেন কলেজের সহকারি অধ্যাপক (অর্থনীতি) শফিকুর রশীদ, সহযোগি অধ্যাপক (বাংলা) সুজিত কুমার দাশ,কারিগরি শিক্ষা শাখার প্রভাষক মোঃ জামাল উদ্দিন।

কারিগরি শিক্ষা শাখার প্রভাষক এ সময় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “আজকের এই কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দক্ষ জনগোষ্ঠী হিসেবে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে তোমরা।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এর ডিপুটি ম্যানেজার শরিয়ত উল্লাহ ও এক্সিকিউটিভ ফারজানা আক্তার বাস্তব প্রশিক্ষণে অংশ গ্রহণ করে ব্রিফিং দেন।

সুন্দর একটি বাস্তব প্রশিক্ষণ উপভোগ করতে পেরে শিক্ষার্থীরাও বেশ আনন্দিত বলে জানা যায়।

(জেজে/এসপি/মে ২৩, ২০১৮)