হাসি খুশি

সকাল বেলা ফুলের মেলা
সোহাগ ঢেলে হাসে !
খুকুর সাথে খেলায় মাতে
গড়ায় খেলে ঘাসে !!

খুকুর হাসি ফুলের হাসি
ছড়ায় চারি পাশে !
খুশির কণা দেখাই চ-না
কেমন ভারি ভাসে !!

মোহর

আতর মেখে সাগর থেকে
সাতটা ঝিনুক উঠলো !
খুশির সুরে ভুবন জুড়ে
শিউলি, টগর ফুটলো !!

সবার বুকে বিমল সুখে
যেমনি সোহাগ পড়লো !
অবাক করা আলোয় ভরা
অমনি মোহর ঝরলো !!

কুটুম পাখি

কুটুম পাখি, কুটুম পাখি,
কাটুম কুটুম কিটটি !
আশায় বসে জানিসনা কি ?
পাপাই, দিয়াম, মিঠঠি !!

নতুন সুরে দে শিস্ জুড়ে
মোহর মধুর শিস্টি !
উঠুক মেতে নিকট দূরে
হৃদয় ধানের শিষটি !!

বাদল গাছ

যাদু গাছ আছে নাকি
শোনো পেরু দেশে !
কিযে মজা ঘটে তাতে
এসো বলি শেষে !!

খাসা রোদ ভালোবেসে
এসে যদি পড়ে !
গাছটির দেহ থেকে
মিঠে পানি ঝরে !!

আঁকা আঁকি

দিয়া বলে তুলি দিয়ে
আঁকি ভেবে পাখি !
চাচা বলে উড়ে গিয়ে
ফাঁকি দেবে নাকি ??

দিয়ামনি বলে হেসে
তাকি হবে চাচা ?
পাখিটাকে ঘিরে শেষে
আঁকি তবে খাঁচা !!

আমরা

আমরা শিশু রহিম, যিশু
ভোরের কচি ঘাস !
আমরা বুকে ছড়াই সুখে
আতর বারোমাস !!

আমরা ছেঁকে হৃদয় থেকে
ভাগাই ভীতি দ্বেষ !
আমরা ফুটে বিভেদ টুটে
সাজাই প্রিয় দেশ !!

বহুরূপী

চ্যাচান খুড়ো ভীষণ ফাঁড়া
ও-ভাই তোরা কাটা !
নাচায় যেন চোখের তারা
নিখাদ ''ডোরাকাটা '' !!

সবাই ছুটি নিঝুম সাঁঝে
জ্বালাই বহু কুপি !
আলোয় দেখি বাঘের সাজে
শ্রীনাথ বহুরূপী !!

পাখি ঝাঁকি

মিঠেল রোদে মাঘের শীতে
ময়না, চড়াই, দামা !
সবাই চড়ে হাতির পিঠে
নাচছে পরেই জামা !!

শালিক তোতা মাদুর পেতে
বুনছে বেতের ধামা !
ব্যাপার দেখে মজায় মেতে
হাসছে তিতির মামা !!

শিল-মিল

মাটি ছাড়া বলো খাঁটি
মেলে দাদা গাছ ?
পানি ছাড়া বাপু জানি
বাঁচে নাতো গাছ !!

ঘটে দ্যাখো তবু বটে
তোফা গোঁজামিল !
মেঘে থাকে নোড়া, রেগে
পড়ে শুধু শিল !!


মন ছুঁয়ে যায়

জল ছুপা ছুপ রঙে
নীল ডিঙি ওই ভাসে !
মন রাঙানোর ঢঙে
দুধ সাদা মেঘ হাসে !!

তাই দেখে তিন খুকু
ফুল টুক টুক মনে !!
নেয় মেখে রঙ টুকু
এই কোনে সেই কোনে !!

ফুল-পাখি

বন বনানীর শাখে
ভোর বেলা ঠিক এসে !
বন পাখিদের ঝাঁকে
নাচ করে বেশ হেসে !!

ছুপ ছুপা সুর চালে
রামধনু ঢেউ শিসে !
চুম দিয়ে দুই গালে
যায় ফুলে রোজ মিশে !!

ইচিন বিচিন

ইচকুমাকুম বিচকুমাকুম
পুঁই মিচুরির ঝোল !
কেষনগরের সরভাজা ভোর
বেশনগরের ঘোল !!

ঘোল ঘোলা নয় টাক ডুমাডুম
পাক পাখালির গান !
হাত তালি দেয় রামধনু খোড়
রূপ ঢেলে দেয় ধান !!

দেশ

দেশের সুখে আমরা সুখি
দেশের দুখে ভাই ,
ভীষণ ভাবে হইযে দুখি
গলদ কিছু নাই ।

দেশের কাজে মনটি জাগে ।
বিভেদ, ভীতি, টুটে ;
প্রনাম করি দেশকে আগে
ঘুমের থেকে উঠে ।


ছোটদের হাসি

সকলের সেরা জগতের বুকে
ছোটদের কচি হাসি !
ঝলমল করে ছোটদের মুখে
ফুটে ওঠে রাশি রাশি !!

দুলে ওঠে মন, দোলে মধুপুর ;
নাচে রাখালিয়া বাঁশি !
তাই তুমি আমি সেই প্রিয় সুর
জানি বড় ভালোবাসি !!

লণ্ডভণ্ড

অভিধানে লেখে ভাই
ষাঁড় মানে ষণ্ড !
ধারা মেনে জানি তাই
দঁাড় আনে দণ্ড !!

পরে পরে এসে রয়
ভাঁড় থেকে ভণ্ড !
লিখে লিখে শেষে হয়
সব বেঁকে পণ্ড !!

বাঘ-টাগ

কালোপানা মুখে বসে
কাঁদো কেন বাঘ ?
ভুলে গেলে কেন তুমি
চিরকেলে রাগ ??

বাঘু মামা বলে দাদু
হয়ে গেছি টাগ !
ধুয়ে গেছে দেহ থেকে
ডোরা কাটা দাগ !!


গাধা-চাঁদা

ছটা প্যাঁচা ভুরু নেড়ে
ডেকে বলে গাধাকে !
ডিঙি চড়ে শিঙি ফুঁকে
যাবি কবে লাদাকে ??

গাধা বলে শোনো দাদা
ভেঙে শত বাঁধাকে !
যেতে পারি যবে খুশি
দেবে তবে চাঁদা কে ??


তালপাখা

তালের পাখা তালের পাখা
গরম কালে এসে !
গরম দেহে বাতাস মিঠে
ছড়াও তুমি হেসে !!

যাদুর কাঠি দিয়েই যেন
শীতল দেহ কর !
তোমায় কাছে পেলেই খুশি
সবাই ছোট বড় !!


বেলুন

বেলুনের বাহাদুরী
ওই দেখ ফুলে !
উড়ে যায় আকাশেতে
খুশি মনে দুলে !!

হাঁস ওড়ে, ভেড়া ওড়ে
বেলুনেতে ঝুলে !
চট পট দেখে নাও
দূরবীন খুলে !!


টিবেট ডিবেট

শোনো, শোনো, শোনো দাদা
শত গাধা টিবেটে !
ভোরে উঠে টাকে মাখে
চিনি, আদা, ঘি বেটে !!

হাটে গিয়ে জুতো, মোজা
কেনে পেলে রিবেটে !
কাঁদে খালি খাটে বসে
হেরে গেলে ডিবেটে !!

আমিনা

সাহস রাখি সদাই বুকে
পেলেও বাঁধা থামিনা !
বাঘের ডাকে চিকের ফাঁকে
কেবল ভয়ে ঘামিনা !!

জানাই তারা কপট যারা
তাদের দলে নামিনা !
গাঁয়ের আমি আপন মেয়ে
সবাই ডাকে 'আমিনা' !!