বিনোদন ডেস্ক : সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চনের মা ব্রিন্দা রাইয়ের জন্মদিন ছিল ২৩ মে। মেয়ে আরাধ্যকে সাথে নিয়ে মায়ের জন্মদিন সেলিব্রেট করেছেন ঐশ্বরিয়া রায়। ওই দিন মুম্বাইয়ের একটি রেস্তোরায় ব্রিন্দা রায় মেয়ে ঐশ্বরিয়া রায় ও নাতনি আরাধ্যর সাথে নৈশভোজ করেন।

মায়ের জন্মদিনে একরঙা একটি টপ ও গোড়ালি দৈর্ঘ্যের সাদাকালো একটি স্কার্ট পরেন ঐশ্বরিয়া রায়। পোশাকের সঙ্গে মিল রেখে তিনি কালো রংয়ের হাই হিল পরেন। সবমিলিয়ে ভালোই লাগছিলো তাকে। আরাধ্যাকে বেশ মিষ্টি দেখাচ্ছিল। সোনালী- গোলাপি রঙের পোশাকে এসেছিলো আরাধ্য বচ্চন। বিদায়ের সন্ধিক্ষণে আরাধ্য তার দিদিমার সঙ্গ ছাড়তে যে ইচ্ছুক ছিলো না তা ছবিতে তার অভিব্যক্তি দেখেেই সেটা বোঝা যায়।

উল্লেখ্য, শত ব্যস্ততার মাঝেও মেয়েকে সময় দেন অভিনেত্রী ঐশ্বরিয়া। বিভিন্ন অনুষ্ঠানে মেয়েকে সঙ্গে নিয়ে যান তিনি। তারা একে অপরের হাত ধরে হাটেন। এ যেন মা মেয়ের আত্মার বন্ধনকে আর সুদৃঢ় করে। ঘরুয়া থেকে আন্তর্জাতিক প্রায় সব অনুষ্ঠানে তারা মা-মেয়ে একসাথে অংশগ্রহণ করেন, আনন্দে সময় কাটান। বিষয়টা ঐশ্বরিয়া রায় ভক্তদের জন্য অত্যন্ত খুশির।

(ওএস/এসপি/মে ২৪, ২০১৮)