গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আসছে ডুয়েট গানের মিউজিক ভিডিও ‘ইচ্ছের পাহাড়’। 

‘আমার ইচ্ছের পাহাড় বুকে ধরে চেয়েছি যে তোরে, সে পাহাড়টা ভাংগিসনা তুই আয়রে বুকে ফিরে এমন কথার গানটি লিখেছেন গীতিকার জীবন মাহমুদ। গানটি সুর করেছেন জনপ্রিয় কন্ঠশিল্পী বেলাল খান।

এতে কণ্ঠ দিয়েছেন শিল্পী জনি হামিদ ও জনপ্রিয় গায়িকা মোহনা। গানটির মিউজিক ভিডিওতে মডেলিং হয়েছেন গৌরীপুরের তানিম ও নেত্রকোনার ফারিয়া। উল্লেখ্য জনপ্রিয় গীতিকার জীবন মাহমুদ ও সংগীত শিল্পী জনি হামিদের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে। জনি হামিদ বলেন আশা করছি মিউজিক ভিডিওটি দর্শক-শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।

(এসআইএম/এসপি/মে ২৪, ২০১৮)