সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : পটুয়াখালীর রাঙ্গাবালীতে মোসা: ফাতিমা (২১) দক্ষিন কাজির হাওলা গ্রামের বাসিন্দা মুসা সরদারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। গত ১৯ মে ফাতিমাকে বাবার বাড়িতে রেখে স্বামী পটুয়াখালী স্বর্না নামের একটি মেয়ের সাথে পরকীয়ায় মগ্ন থাকে এবং স্ত্রীকে না জিজ্ঞাসা করায় ফাতিমা বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মামলা করে। যার মামলা নং- ২২৪/১৮।

বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যানকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

এ ব্যাপারে ফাতিমা বেগম প্রতিবেদককে জানান, গত ১৩ অক্টোবর/১৫ ইং তারিখে ইসলামী সরা শরিয়ত মোতাবেক রেজিস্ট্রি কাবিনে বিবাহ হয়। বিবাহের পর থেকে আমার বাবা আমার স্বামীকে অনেক টাকা পয়সা দেয়। আমার স্বামী আমার বাবার কাছে আরও ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে। যৌতুকের টাকা না দিলেই আমার স্বামী আমাকে মরধর করে এবং আমার স্বামী পটুয়াখালী স্বর্না নামের একটি মেয়ের সাথে পরকীয়া প্রেমে মগ্ন। আমার স্বামী মুসা রাঙ্গাবালী উপজেলার হালিমা খাতুন মহিলা কলেজের একজন প্রভাষক।

(এসডি/এসপি/মে ২৫, ২০১৮)