স্পোর্টস ডেস্ক : স্বাগতিক ব্রাজিলকে গুঁড়িয়ে দিয়ে, ৭ গোলের লজ্জায় ডুবিয়ে ফাইনালে উঠেছে জার্মানি। আর শিরোপার দ্বৈরথে আর্জেন্টিনা জায়গা করে নিয়েছে টাইব্রেকার নামের ভাগ্যচক্রে। ঐকিক নিয়মের হিসাবে জার্মানিই হয়তো এগিয়ে, তবে জার্মানদের অতিরিক্ত আত্মবিশ্বাসে আর্জেন্টিনারই লাভ দেখছেন ডিয়েগো ম্যারাডোনা। ভেনিজুয়েলার একটি টেলিভিশনে বিশ্বকাপ নিয়ে নিয়মিত অনুষ্ঠান করছেন এই ফুটবল কিংবদন্তি, সেখানেই আর্জেন্টিনা দলের উন্নতি হচ্ছে বলে মন্তব্য করেছেন ম্যারাডোনা।

'অবশেষে আমরা পৌঁছলাম, যেমনটা বলেছিলাম, সবার উপরেই', টেলিভিশন চ্যানেলে আর্জেন্টিনার জয়ের পর এমন প্রতিক্রিয়াই দেখিয়েছেন ম্যারাডোনা। জার্মানি ব্রাজিলের বিপক্ষে বড় জয় পাওয়ায় ফাইনালে তাদের রক্ষণের বাঁধন অনেক আলগা থাকবে, এতে করে সুবিধাই হবে আর্জেন্টিনার, যা কাজে লাগিয়ে জিতবে আকাশি-নীলরা, এমনটাই মনে করেন ম্যারাডোনা। সেমিফাইনালে লিওনেল মেসিকে একটু ক্লান্তই মনে হয়েছে ম্যারাডোনার, তবে অসাধারণ খেলেছেন মাসচেরানো। তাঁর চোখে মাসচেরানো ছিলেন একদিকে আর দলের বাকি ১০ জন অন্যদিকে। মাসচেরানোকে দেখে ষাঁড়ের লড়াইয়ের ম্যাটাডোরের মতো নাছোড়বান্দা বলেই মনে হয়েছে ম্যারাডোনার। একসময়ের জামাতা সের্হিয়ো আগুয়েরোর প্রশংসাও করেছেন ম্যারাডোনা। চোট সারিয়ে ফিরে আসা এই ফরোয়ার্ড সম্পর্কে 'আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর' বলেছেন, 'আমার মেয়ে জিয়ানিনার সঙ্গে তার মতের মিল না হলেও খেলোয়াড় হিসেবে তাকে আমি পছন্দই করি এবং তার প্রতি আমার ভালোবাসা থাকবে।' ওয়েবসাইট

(ওএস/এইচআর/জুলাই ১১, ২০১৪)