ঘুমের প্যারোড়ি

মানিক বৈরাগী’র কবিতা
ঘুম ঘুম ডাক পাড়ি
ঘুম তুই কার বাড়ী
চোখ করছে জ্বালা
মাথা করছে ব্যাথা
খাট ছেড়ে মেজে থাকি
দেহ খাচ্ছে গড়া গড়ি
ওরে ঘুম ঘরে আয়
আদর সোহাগ বউ পায়
জ্যোষ্ট মাসের ভেপসা গরম
আকাশ বাতাস খুব চরম
আয়রে ঘুম চোখে আয়
ঘুম বিহনে চোখ পোড়ায়
চোখের নিছে কালো দাগ
চোখের মণি লালে রাগ
মাথা করছে ঠন ঠন
মেজাজ ঘুরছে ভন ভন
আয়রে ঘুম ঘরে আয়
২৭মে ০১৮
সকাল ৭ঘটিকা
শীতল পাঠি খালি হায়