স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের কলকাতা সফরে তিস্তা চুক্তির বিষয়ে অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে সাভারের আশুলিয়ায় মহাসড়ক পরিদর্শনে গিয়ে তিনি এই দাবি করেন।

এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এবার দিল্লী সফরে যাননি, তিনি গেছেন কলকাতায় বিশ্বভারতী ক্যাম্পাসে বাংলাদেশ ভবনের উদ্বোধন করতে। কাজেই তিস্তার পানি বণ্টন এবার তার সফরের এজেন্ডা নয়। কিন্তু তারপরও এবারের সফরে তিস্তা চুক্তির বিষয়টি নিয়ে অগ্রগতি হয়েছে বলে নিশ্চিতভাবে বলতে পারি।

মন্ত্রী এ সময় চলমান মাদকবিরোধী অভিযানের প্রসঙ্গ টেনে বলেন, সংসদ সদস্য বদির বেয়াই যেমন ছাড় পায়নি, তেমনি যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে বদিসহ আওয়ামী লীগ-বিএনপি এমনকি অন্যান্য দলের যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তারা কেউই ছাড় পাবে না।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/মে ২৬, ২০১৮)