গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ৫ গুণীজনকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রয়াত সাংবাদিক ‘সুরেশ কৈরী সম্মাননা পদক’ দেয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের ইসলামাবাদ সিনিয়র মাদরাসা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ সম্মাননা পদক দেয়া হয়। পদকপ্রাপ্তরা হলেন সাহিত্যে ছড়াকার আজম জহিরুল ইসলাম, শিক্ষায় ম. নূরুল ইসলাম, সমাজসেবায় ডাঃ আব্দুল মান্নান, ক্রীড়াড আব্দুল আজিজ ও সাংবাদিকতায় রাকিবুল ইসলাম রাকিব।

উপজেলা স্বজন সমাবেশের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে ও যুগান্তর প্রতিনিধি রইছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়রাম্যান রাবেয়া ইসলাম ডলি, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আইনজীবি আবুল কালাম মুহাম্মদ আজাদ, প্রাবন্ধিক রনজিৎ কর, গল্পকার হান্নান কল্লোল, গীতিকার জীবন মাহমুদ, অধ্যক্ষ ছায়েদুল হক, অধ্যক্ষ রুকন উদ্দিন, অধ্যাপক সায়েদুর রহমান, অধ্যাপক আহসানুল হক, লেখক সংঘের সহসভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক পলাশ মাজহার, ডাঃ মাহফুজুল হক, উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, কবি সেলিম আল রাজ, সাংবাদিক ইমতিয়াজ আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, প্রয়াত সাংবাদিক সুরেশ কৈরী জাতীয় দৈনিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি ও গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২০০০ সালে ১৩ মে পরলোক গমন করেন। ২০১১ সালে পাঠক সংগঠন যুগান্তর স্বজন সমাবেশ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সুরেশ কৈরী সম্মাননা পদক চালু করে।

(এসআইএম/এসপি/মে ২৬, ২০১৮)