জামালপুর প্রতিনিধি : জামালপুরে নকলের   অভিযোগে এক শিক্ষার্থীকে বহিস্কার ও নকল সরবরাহ করায় যুবলীগ নেতাসহ কলেজের তিন কর্মচারীকে আটক করে এক মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষায় দুটি কেন্দ্রে ঘটনাটি ঘটে।

বেলটিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে নকল করার অভিযোগে মাহমুদা আক্তার (২৩)কে বহিস্কার করেছে নির্বাহী মেজিষ্ট্রেট আকাশ কুমার কুন্ড।

এদিকে দিগপাইত শামছুল হক ডিগ্রী কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের নকল সরবরাহের অভিযোগ ওই কলেজের অফিস সহকারী ও দিঘপাইত ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মতিউর রহমান (৩৫), কম্পিউটার অপারেটর জহির উদ্দিন (৩৫) ও অফিস সহায়ক এরশাদ আলম (৩০) কে আটক করে নির্বাহী মেজিষ্ট্রেট আকাশ কুমার কুন্ড। এরা পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভিতরে অবস্থান করে মোবাইল ফোনের মাধ্যমে নকল সরবরাহ করছিল । তাদের কাছ থেকে মুঠোফোন জব্দ করা হয়। ওই তিনটি ফোনেই প্রশ্নে উত্তরপত্র ছিল। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের প্রত্যেককে এক মাসের করে জেল দেওয়া হয়েছে।

(আরআর/এসপি/মে ২৬, ২০১৮)