গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারীতে শুক্রবার (২৫মে) আওয়ামী লীগের কেন্দ্রিয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভি.পি, গৌরীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক কৃষিবিদ ড. সামিউল আলম লিটনের সার্বিক ব্যবস্থাপনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান ফজলে মাসুদ।

উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, আওয়ামীলীগ নেতা মারফত আলী, নজরুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ গৌরীপুর পৌর শাখার সভাপতি আশিকুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি নাজিমুল ইসলাম শুভ, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, জিকরুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুল বারেক, শহিদুল ইসলামসহ ভাংনামারী ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা, কর্মী-সমর্থকগণ।

(এসআইএম/এসপি/মে ২৬, ২০১৮)