পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা হাট ছৈলাবুনিয়া গ্রামের সরকারি খাস জমিতে পাকা দোকানঘর তৈরীর মহা উৎসব চলছে।

সরেজমিনে দেখা যায়। প্রভাবশালীরা রাতের আধারে মোটা অংকের টাকার বিনিময়ে দোকান ঘর গুলো তুলে দিচ্ছে ।

আরও জানা যায়, সরকারি খাদ দখল করে একাধিক মানুষ পাকা কাচা ঘর উত্তোলন করছে। এ বিষয়ে বাদুরা হাট বাজার কমিটির সভাপতি সাহা জোমাদ্দার প্রতিবেদককে জানান, প্রায় ৫০টি পাকা দোকান ঘর উঠেছে সরকারি জায়গায় এগুলো সব রাতের আধারে উঠেছে।

মহিলা ইউপি সদস্য রাশিদা বেগম বলেন, এ বিষয়ে আমরা কিছু জানি না।

আমখোলা ইউনিয়নের তহসিলদার দেলোয়ার হোসেন বলেন, ডিসিআর না কেটে জোর পূর্বক ঘর গুলো নির্মার করছে। চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বলেন, বিষয়টি আমি শুনেছি দেখবো।

(এসডি/এসপি/মে ২৭, ২০১৮)