রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলের মধুপুরে শিশু ইতি খাতুন (৯) বাড়ীর পাশে পুকুরে গোসল করতে নেমে মৃত্যু হয়েছে। শনিবার (২৬ মে) দুপুরে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা মাইঝবাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে। শিশু ইতি খাতুন জালাল উদ্দিনের মেয়ে।

জানা যায়, নিজ বাড়ীর আশেপাশের অন্যান্য শিশু-কিশোরীদের সাথে ইতি খাতুন পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে সবাই চলে আসলেও সে আর ফিরে আসে না। অনেক খোঁজাখুঁজির পরে স্থানীয়রা তাকে পানি থেকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্বজনদের মধ্যে শোকের মাতম ছড়িয়ে পড়েছে।

(আরকেপি/এসপি/মে ২৭, ২০১৮)