গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইভটিজিং এর প্রতিবাদ করায় স্কুল ছাত্রীর বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট করে ব্যাপক ক্ষতি সাধন করেছে প্রতিবেশী বখাটে ও তার সঙ্গীরা। তাদের এই তান্ডব ও অপহরনের হুমকীতে আতংকিত ইভটিজিং এর শিকার ওই স্কুল ছাত্রীসহ তার পরিবারের সদস্যরা প্রান ভয়ে  অন্যত্র আশ্রয় নিয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ৮টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালমারী কুড়িপাইকা গ্রামে। এ ঘটনায় শনিবার গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।  

থানায় দেয়া এজাহার সূত্রে জানা যায়, আজিজার রহমানের নাতনী পারগয়ড়া বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীকে বিদ্যালয় ও প্রাইভেটে যাতায়াতের সময় একই গ্রামের এজবর আলীর পুত্র রিপন মিয়া (২১) দীর্ঘ দিন থেকে নানা ভাবে উত্ত্যক্ত করে আসছিল। রিপনের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায়।

নির্যাতনের শিকার ছাত্রীর পিতা আজিজার রহমান বিষয়টি রিপনের পরিবারকে জানালে রিপন ক্ষিপ্ত হয়ে ১০/১২ জন সঙ্গীসহ দেশীয় নানা অস্ত্রে সজ্জিত হয়ে ওই ছাত্রীর বসত বাড়ীতে অর্তকিত হামলা চালিয়ে বসত বাড়ীর দুটি কক্ষ এবং একটি স্টোর রুমে দরজা, জানালা, ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়। রিপন ও তার সঙ্গীদের মহরা অব্যাহত থাকায় ওই ছাত্রীসহ তার পরিবারের সদস্যরা প্রাণ ভয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম জানান, অভিযোগ তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।

(এসআরডি/এসপি/মে ২৭, ২০১৮)