নিউজ ডেস্ক : দেশের জনপ্রিয় ও সুস্বাদু দেশি মাছ ফলি। মাছটি আমাদের নদ-নদী থেকে বিলুপ্তপ্রায়। বিএফআরআইয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ডুরিন আক্তার বিলুপ্তপ্রায় ফলি মাছের কৃত্রিম প্রজননে সফলতা পেয়েছেন।

ফলে ফলি মাছের পোনা উৎপাদন করে বাণিজ্যিকভাবে পুকুরে এ মাছ চাষ করা সম্ভব হবে। বিলুপ্তপ্রায় মাছ চাষ প্রকল্পের আওতায় ড. ডুরিন দেশের বিভিন্ন নদ-নদী থেকে ফলি মাছ সংগ্রহ ও লালন-পালন করে পরিপক্ব মা মাছ থেকে ডিম সংগ্রহ করে কৃত্রিমভাবে প্রজনন করে পোনা উৎপাদনে সফলতা পান। এর আগে তিনি চিতল মাছের কৃত্রিম প্রজননে সাফল্য অর্জন করেন।

ফলি মাছের চাষ সম্পর্কে গবেষক ড. ডুরিন বলেন, 'আগামী বছরের শুরুর দিকে ফলি মাছের পোনা আমরা খামারিদের হাতে তুলে দিতে পারব।'

এদিকে বাণিজ্যিকভাবে কুচিয়ার পোনা উৎপাদনে কৃত্রিম প্রজননে সফলতা পেয়েছেন বিএফআরআইয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগম। সান্তাহারের প্লাবনভূমি কেন্দ্রে গবেষণা কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। এ ব্যাপারে নিলুফা বেগম বলেন, 'আমরা পুকুরের পরিবেশে কুচিয়ার কৃত্রিম প্রজননে সাফল্য পেয়েছি। তবে হ্যাচারির পরিবেশে বাণিজ্যিক ভিত্তিতে পোনা উৎপাদনের জন্য গবেষণা চলছে। আশা করছি আগামী বছরের মধ্যেই আমরা বাণিজ্যিক ভিত্তিতে কুচিয়া উৎপাদনের জন্য কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদনে সফল হব।'

(ওএস/অ/জুলাই ১১, ২০১৪)