জামালপুর প্রতিনিধি : সরিষাবাড়ীতে পেশাগত দায়িত্বপালকালে যুগান্তরের সাংবাদিক জহুরুল ইসলাম ঠান্ডুসহ ৪ সাংবাদিকের উপর যুবলীগ ক্যাডারদের হামলার প্রতিবাদে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে সোমবার দুপুরে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা।

এনটিভির সাংবাদিক শফিক জামানের সভাপতিত্বে ও ইনডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক দুলাল হোসাইনের সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, আজকের জামালপুরের সম্পাদক এমএ জলিল, ইনকিলাবের সাংবাদিক নুরুল আলম সিদ্দিকী,এটিএন বাংলার সাংবাদিক লুৎফর রহমান, সমকালের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, জামালপুর নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ইউসুফ আলী, বাংলাদেশের খবরের সাংবাদিক শওকত জামান, এসএ টিভির সাংবাদিক ফজলে এলাহি মাকাম ও ফটো র্জানালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক শাহাবুল আকন্দ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকের উপর হামলাকারী সাবেক এমপি মুরাদ হাসানের সমর্থক সাজাপ্রাপ্ত আসামী উপজেলা যুবলীগের সভাপতি আশরাফসহ যুবলীগের ক্যাডারদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ও দল থেকে বহিস্কারের দাবী জানান। অন্যাথায় মুরাদ হাসানসহ যুবলীগের নিউজ বর্জন ও বৃহত্তর কর্মসুচির আলটিমেটাম দেন সাংবাদিক নেতারা।

উল্লেখ্য, রোববার সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম অফিস সহকারী নিয়োগ পরিক্ষা চলাকালে পেশাগত দায়িত্ব পালনরত ৪ সাংবাদিককে দোতলা থেকে পিটাতে পিটাতে নিচতলা পর্যন্ত আনে সাবেক এমপি মুরাদ হাসানের সমর্থক যুবলীগের ক্যাডাররা।

(আরআর/এসপি/মে ২৮, ২০১৮)