কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণা কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহি সাজিউড়া বাজারে বঙ্গবন্ধু পরিষদ কার্যালয় প্রাঙ্গনে চিরাং, মোজাফরপুর, ও কান্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীদের সমন্বয়ে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

কান্দিউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাজিউড়া আঞ্চলিক আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের উদ্যোগে শনিবার এ ইফতার মাহফিলে অংশ নেন মোজাফরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: দিদারুল ইসলাম, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রহিছ উদ্দিন, কান্দিউড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিয়ামুল কবির বাচ্চু, মামুদপুর গ্রামের ইউপি সদস্য কামরুজ্জামান, ইউপি সদস্য গণি মিয়া, সাগুলি গ্রামের ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম, ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, আওয়ামীলীগ নেতা রুকন উদ্দিন, হলুদ মিয়া, সাবেক মেম্বার বিজয় বিশ্বাস, সিদ্দিকুর রহমান, মঞ্জুরুল হক, মাজু মিয়া, পাবেল খান, মানিক মিয়া, সজিব মিয়া, আব্দুল আজিজ, ফুল মিয়া, রঞ্জু মিয়া, নূরুল ও সাজিউড়া বাজার কমিটির সভাপতি শাহজাহান খন্দকার রতন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ইফতার মাহফিলে অংশ নেন।

ইফতার পূর্বে অনুষ্ঠানের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সব ভেদাভেদ ভুলে গিয়ে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে। তিনি তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঘরে ঘরে নৌকার গণজোয়ার গড়ে তোলার আহবান জানান।

(এসবি/এসপি/মে ২৮, ২০১৮)