ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে পলাশবাড়ী উপজেলার উদয়সাগর গ্রামের হেরোইন, ইয়াবা গাজা সহ বিভিন্ন মাদক ব্যবসায় একছত্র আধিপত্য বিস্তারকারীনি মাদক সম্রাজ্ঞী মর্জিনা গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছে।

অনুসন্ধানে জানা যায়, দীর্ঘ ২০ বছরের ও বেশি সময় ধরে হেরোইন, গাজা ও ইয়াবা ব্যবসার আধিপত্য করে রেখেছেন পলাশবাড়ী উদয়সাগর গ্রামের বজলার রহমানের স্ত্রী মর্জিনা বেগম (৫০)।

দীর্ঘ সময় ধরে করা এই মাদক ব্যবসায় মর্জিনা প্রায় ১৫/২০ বার গ্রেফতার হয়েছিলেন পুলিশ, ডিবি পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে।সময়ের ব্যবধানে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বারবার ছাড়া পেয়ে একই পেশায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

সম্প্রতি গাইবান্ধা জেলা ডিবি পুলিশের একটি টিম বিপুল পরিমান ইয়াবাসহ মর্জিনার একমাত্র ছেলে রবিউল ইসলামকে গ্রেফতার করে।এরপড় গ্রেফতার হয় মর্জিনার স্বামী বজলার রহমান বর্তমানে এরা গাইবান্ধা জেলা কারাগারে রয়েছে।

এদিকে স্বামী সন্তান গ্রেফতারের পড়ে ও দিব্যি ব্যবসা পরিচালনা করে আসছিল মাদক সম্রাজ্ঞী মর্জিনা বেগম।গত কয়েকদিন ধরে জেলা ডিবি পুলিশ,পুলিশ ও র‌্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখায় গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছে প্রায় এক ডজন এর বেশি মাদক মামলার আসামী মর্জিনা বেগম।

এদিকে মর্জিনাকে গ্রেফতার করা এখন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে চ্যালেন্জিং বলে মনে করেন সচেতন পলাশবাড়ীবাসী।

(এসআইআর/এসপি/মে ২৮, ২০১৮)