সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : গলাচিপায় পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে আহরণ করা নিষিদ্ধ ১২ লাখ গলদা রেনু পোনা জব্দ এবং পোনা সরবরাহের সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। 

সূত্র জানায়, সোমবার সকালে র‌্যাব-৮ এর কোম্পানী কমান্ডার খালিদ মাহমুদের নেতৃত্বে গলাচিপা পৌর শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার হেলাল সিকদারের আড়ৎ থেকে ২ লাখ গলদা রেনু জব্দ করা হয়।

এ সময়ে ইব্রাহিম (৪৫), সাহেব আলীকে (৪০) আটক করা হয়। এর আগে র‌্যাবের একই টিম রোববার গভীর রাতে রতনদী তালতলী ইউনিয়নের বদনাতলী লঞ্চঘাট থেকে পাঁচারের সময় ৩টি ট্রলার থেকে ১০ লাখ গলদা রেনু জব্দ করে। পোনা পাঁচারের সাথে জড়িত থাকায় রুস্তুম (৫০), সজিব (৩০) ও শরিফকে (২৫) আটক করা হয়।

এদের বাড়ি খুলনা জেলার পাইকগাছায়। আটককৃতদের উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিষ্ট্রেট মো. তৌছিফ আহমেদের আদালতে সোপর্দ করা হলে আটককৃতদের ১৫ থেকে ৩০ দিনের কারাদন্ডের নির্দেশ দেন। জব্দকৃত রেনু পোনাগুলো বুড়াগৌরাঙ্গ ও রামনাবাদ নদীতে অবমুক্ত করে দেয়া হয়।

(এসডি/এসপি/মে ২৮, ২০১৮)