স্বাস্থ্য ডেস্ক : প্রায় চার লাখ মানুষের ওপর গবেষণা চালিয়ে পাওয়া ফলের ওপর ভিত্তি করে এ কথা বলেছে যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী।

বিজ্ঞানীরা বলছেন, বেশি মাত্রায় টিভি বা কম্পিউটার নিয়ে সময় কাটালে শরীরের নার্ভগুলো শিথিল হয়ে যায়।

দিনে সাড়ে তিন ঘণ্টার বেশি টিভি দেখলে যে কেউ ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, প্যারালাইসিস ও লিভার সমস্যায় আক্রান্ত হতে পারেন।

গবেষণায় দেখা গেছে, যারা দিনে তিন থেকে চার ঘণ্টা টিভি দেখেন, তাদের মধ্যে অন্তত ১৫ শতাংশ একই ধরনের অসুখে মারা যায়। আর দিনে এক ঘণ্টার কম টিভি দেখে এমন লোকের সাধারণত স্বাভাবিক মৃত্যু হয়।

(ওএস/এসপি/মে ২৮, ২০১৮)