মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেছেন, নারী পুরুষের মধ্যে বিদ্যমান বৈষম্য কমিয়ে জেন্ডার সমতা প্রতিষ্ঠিত করা গেলেই সমাজ ও দেশের পরিপূর্ণ উন্নয়ন সম্ভব হবে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেন্ডার ও গ্রাম আদালত বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি গ্রাম আদালত সক্রিয়করণ ও পরিচালনায় অধিকহারে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে আহবান জানান।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ২য় পর্যায় প্রকল্পের উদ্যোগে ও জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহায়তায় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ পরিচালক মো. রাসেল সাবরিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, সিনিয়র সহকারী জজ গৌতম কুমার ঘোষ।

এসময় আলোচকরা গ্রাম আদালতের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিতকরণে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে যথাযথ ভূমিকা পালনের আহব্বান জানান।

কর্মশালায় জনপ্রতিনিধি, জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, নারী আইনজীবী, নারী সাংবাদিক, সিভিল সমাজের প্রতিনিধি, প্রেসক্লাবের প্রতিনিধি, শিক্ষক, নারী নেত্রীসহ সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার চল্লিশজন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের স্থানীয় ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর ফয়সাল মুস্তাফিজুর রহমান ও ইউএনডিপির প্রতিনিধি রিতা দাস কর্মশালার কর্ম অধিবেশনসমূহ পরিচালনা করেন।

(এএসএ/এসপি/মে ২৮, ২০১৮)