মাগুরা প্রতিনিধি : বিশ্বকাপ ফুটবলে জার্মানির সমর্থক আমজাদ হোসেনকে শুভেচ্ছা জানাতে মাগুরা যাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আলব্রেখট কোনৎসে।

মাগুরা সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের এই কৃষক বিশ্বকাপ শুরুর সময় জার্মান দলের সমর্থনে জমি বিক্রি করে সাড়ে তিন হাজার গজের এক বিশাল পতাকা বানিয়েছিলেন।
মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তারেক জানান, আমজাদকে শুভেচ্ছা জানাতে শনিবার রাষ্ট্রদূতের মাগুরা সফরের বিষয়টি জার্মান দূতাবাস থেকে তাকে মৌখিকভাবে নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, জার্মান রাষ্ট্রদূত তার দেশের ফুটবল দলের সমর্থক আমজাদের বানানো সাড়ে তিন কিলোমিটার লম্বা জার্মানির পতাকা দেখবেন।
জার্মান ফুটবল দলের ভক্ত আমজাদের নিজ খরচে বানানো সুবিশাল এ পতাকা ওই দিন জার্মান রাষ্ট্রদূতের উপস্থিতিতে জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হবে।
বিশ্বকাপ শুরুর আগে নিজের জমি বিক্রি করে দেড় লাখেরও বেশি টাকা খরচ করে জার্মানির পতাকা বানান কৃষক আমজাদ হোসেন।
এ নিয়ে গত ১২ জুন দেশের বেশ কয়েকটি দৈনিক ও অনলাইনে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে জার্মান দূতাবাসের।
আমজাদ হোসেন জানান, তিনি আগে থেকেই জার্মান ফুটবল দলের খেলা পছন্দ করেন।
তবে তার জার্মানির প্রতি এই অনুরাগের মূল ব্যাখ্যায় বলেছেন, ১৯৮৭ সালে দুরারোগ্য এক অসুখে আক্রান্ত হলে চিকিৎসার জন্য বিভিন্ন পথ্য ব্যবহার করেও তিনি কোনো সুফল পাননি। অবশেষে জার্মানি থেকে আনা ওষুধ সেবনে সুস্থ হয়ে ওঠেন। তারপর থেকেই জার্মানির প্রতি অনুরক্ত হয়ে পড়েন তিনি।
(ওএস/এএস/জুলাই ১১, ২০১৪)