কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : দশম শ্রেণির ছাত্রী মোসাঃ ফারজানা। পারিবারিক সিদ্ধান্তে তার বিয়ের সকল আয়োজন সম্পন্ন। বাড়িতে উপস্থিত বর পক্ষ। ইফতারের পরই সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা। ঠিক সেই মুহুর্তে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থলে উপন্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন ইউপি চেয়ারম্যান রিন্টু তালুকদার। পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নে সোমবার সন্ধায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ওই স্কুল শিক্ষার্থী।

জানাযায়, চম্পাপুর ইউনিয়নের জেলে পলাশ হাওলাদারের মেয়ে এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ফারজানার সাথে পাশ্ববর্তী গ্রামের সানু মুন্সীর ছেলে এনামুল মুন্সীর (২৬) সাথে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। সোমবার ইফতারের পর স্থানীয় মসজিদে কলমা অনুষ্ঠানের দিন ঠিক করে সকল আয়োজন সম্পন্ন হয়। বরসহ বর পক্ষের আত্মীয়-স্বজন উপস্থিত হয় কনের বাড়িতে।

চম্পাপুর ইউপি চেয়ারম্যান রিন্টু তালুকদার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নির্দেশে তিনি ঘটনাস্থলে গিয়ে এ বিয়ে বন্ধ করে দেন। মেয়ের বয়স ১৮ বছর পূর্ন হলে তাকে বিয়ে দিবেন মেয়ের বাবা এ প্রতিশ্রুতি দেয়ায় তাদের বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা নেয়া হয়নি।

(এমকেআর/এসপি/মে ২৯, ২০১৮)