গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : গলাচিপা সদরে ৭ নং ওয়ার্ডে পৃথক দুটি মিষ্টির কারখানায় ভেজাল খাদ্যপণ্য ও বিষাক্ত তৈল এবং পরিবেশ অস্বাস্থ্যকর থাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ মঙ্গলবার আকষ্মিক অভিযান চালিয়ে খুলনা মিষ্টান্ন ভান্ডারের মিষ্টির কারখানা ও অন্য একটি কারখানায় অভিযান চালিয়ে জনতার সামনে বিষাক্ত খাদ্যপণ্য, ভেজাল তৈল সামগ্রী রাস্তায় এনে প্রকাশ্যে ভ্রাম্যমান আদালত বসিয়ে দুটি কারখানার প্রতিনিধিদের ১০ হাজার ও ২৫ হাজার মোট ৩৫ হাজার টাকা জরিমানা অর্থ দন্ডাদেশ প্রদান করে। 

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃষ্ণা বেকারী কারখানায় অভিযান চালিয়ে মালিকদেরকে সতর্ক করে দেয়। অন্যথায় পরবর্তীতে বড় ধরণের জেল জরিমানা করা হবে বলে সতর্ক বার্তা প্রদান করেন।

কারখানাগুলোতে অভিযানের সময় স্থানীয় ভোক্তা সাধারণ ভীড় জমায় এবং প্রশাসনের এ ধরণের অভিযানকে স্বাগত জানায়। উল্লেখ্য, পবিত্র মাহে রমজানে উপজেলা প্রশাসন পুলিশ নিয়ে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেন।

(এসডি/এসপি/মে ২৯, ২০১৮)