গাইবান্ধা প্রতিনিধি : বঙ্গবন্ধুকে নিয়ে ‘কটূক্তি’র মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জামিন দিয়েছেন গাইবান্ধার আদালত।

মঙ্গলবার মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেন গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রমেশ কুমার দাগা।

গাইবান্ধার পাবলিক প্রসিকিউটর শফিকুল ইসলাম শফিক জানান, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সরকার সাঈদ হাসান লোটন ২০১৭ সালের ১১ ডিসেম্বর গাইবান্ধার আমলী আদালতে মামলাটি দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু সর্ম্পকে কটূক্তি করেন এবং দেশকে ভারতের কলোনি হিসেবে আখ্যায়িত করেন।

আদালতের নির্দেশে আজ গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন মাহমুদুর রহমান। পরে আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ৩০ জানুয়ারি বরিশাল, দিনাজপুর, যশোর, কুমিল্লা, কুড়িগ্রাম ও টাঙ্গাইল জেলায় মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ছয় মামলায় মাহমুদুর রহমানকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

(এসআইআর/এসপি/মে ২৯, ২০১৮)