জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : হালুয়াঘাটে ভ্রাম্যমান আদালত কর্র্তৃক ৪ দোকানীকে দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম ও ব্যবসায়ী ট্রেড লাইসেন্স এবং মেয়াদ উত্তির্ণ পণ্যসামগ্রী রাখার অপরাধে জরিমানা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকালে পৌরশহরের বিভিন্ন খাদ্য সামগ্রীর দোকানে পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রনে রাখার জন্য এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় বিভিন্ন ব্যবসায়ীর নিকট থেকে ভোক্তা অধিকার আইনে ৪টি মামলা ও আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন, হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু,স্থানীয় সাংবাদিক বৃন্ধসহ থানা পুলিশের অভিযানিক দল।

(জেসিজি/এসপি/মে ২৯, ২০১৮)