শেরপুর প্রতিনিধি : শেরপুরে নেশার টাকা না পেয়ে মাকে হত্যার চাঞ্চল্যকর মামলায় আবু বক্কর (৩২) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ এম.এ নূর জনাকীর্ণ আদালতে একমাত্র আসামীর উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। আবু বক্কর শ্রীবরদী উপজেলার পূর্ব গিলাগাছা গ্রামের কৃষক শাহা আলীর ছেলে। রায় ঘোষণার পর আবু বক্করকে একেবারেই ভাবলেশহীন দেখা যায়। 

আদালতের ভারপ্রাপ্ত পিপি এডভোকেট অরুণ কুমার সিংহ রায় মামলার উদ্বৃতি দিয়ে জানান, শ্রীবরদী উপজেলার পূর্ব গিলাগাছা গ্রামের আবু বক্কর নেশার টাকার জন্য প্রায়ই মা বানেছা খাতুন (৫৫) কে অত্যাচার করাসহ ভয়-ভীতি দেখাত। ওই অবস্থায় ২০১৬ সালের ৫ জুন দুপুরে নেশার টাকা দাবি করে না পেয়ে আবু বক্কর বসতবাড়ির উঠানে নিজের একটি পুরাতন মোটরসাইকেল ভাঙতে থাকলে মা বানেছা তাতে বাঁধা দেয়। এতে আবু বক্কর ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লাঠি দ্বারা মা বানেছার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ঘটনার পরপরই আবু বক্কর পালিয়ে যায়। ওইদিনই আবু বক্করের ছোটভাই ওমর আলী বাদী হয়ে মাতৃহন্তারক আবু বক্করকে একমাত্র আসামি করে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করলে থানা পুলিশ পরদিনই আবু বক্করকে গ্রেফতার করে এবং সে আদালতে মাকে হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ফলে শ্রীবরদী থানার এসআই আনোয়ার হোসেন দ্রুত তদন্ত শেষে একই বছরের ২৯ জুন আবু বক্করের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সংবাদদাতা বাদী, আসামির জবানবন্দি গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চিকিৎসকসহ ৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

(এসআর/এসপি/মে ৩০, ২০১৮)