মাদারীপুর প্রতিনিধি : টেকেরহাট -মাদারীপুর সড়কের রাজৈর উপজেলার কালিবাড়ি নামক স্থানে আজ বুধবার বিকেলে একটি যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে বাসের নারী ও শিশুসহ আহত হয়েছে কমপক্ষে ১৫ যাত্রী । মারাত্মক আহতদের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে মাদারীপুর গামী একটি লোকাল বাস ঘটনাস্থলে আসা মাত্রই আকস্মিক এক্সেল ভেঙ্গে সামনের চাকা খুলে যায়। এতে সাথে সাথে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার খাদে উল্টে পড়ে গেলে যাত্রীরা আহত হয়।

এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় মারাত্মক আহত ছাত্তার (৩), সাহিদা বেগম(৫৫),পরেশ সরকার (৩৫), মিতু (২০), আবু বকর (৬৫). মুক্তা বেগম (৩০), জয় মজুমদার (৩৫) কে রাজৈর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

এ ব্যাপারে রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এমআরএস/এসপি/মে ৩০, ২০১৮)