গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে বাবুল মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। বাবুল মিয়া উপজেলার কামদিয়া ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মৃত মোজাম মিয়ার ছেলে। 

এ ঘটনায় পুলিশ এনায়েতপুর গ্রামের আব্দুর রউফ চৌধুরীর ছেলে মিম চৌধুরী, হাসান চৌধুরী ও হাসান চৌধুরীর স্ত্রী রুনা বেগমকে আটক করেছে । গোবিন্দগঞ্জের কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আব্দুর রউফ চৌধুরীর ছেলে মিম চৌধুরীর সাথে ১৬শতক জমি নিয়ে বাবুল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধেঁ। সংঘর্ষে বাবুল মিয়া গুরুতর আহত হলে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন রাত ১০টার দিকে সে মারা যায়।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান ঘটনা নিশ্চিত করে জানান এ ঘটনায় ৫ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

(এসআরডি/এসপি/মে ৩১, ২০১৮)