তথ্যপ্রযুক্তি ডেস্ক : গুগলের বাঘা বাঘা প্রকৌশলীর চোখ এড়িয়ে যাওয়া বড় ধরনের নিরাপত্তা ত্রুটির সন্ধান দিয়ে ৩৬ হাজার ৩৩৭ ডলার পুরস্কার পেয়েছে এজেকিয়াও পেরেইরা।

১৭ বছর বয়সী উরুগুয়ের এই কিশোরের খুঁজে পাওয়া ত্রুটি কাজে লাগিয়ে সবার অগোচরে গুগলের বিভিন্ন সেবায় পরিবর্তন আনা সম্ভব।

বছরের শুরুতে এ নিরাপত্তা ত্রুটির সন্ধান মিললেও সমস্যার সমাধানের পর বিষয়টি প্রকাশ করা হয়। আগেও গুগলের চারটি ত্রুটির সন্ধান দিয়ে পুরস্কার পেয়েছিল পেরেইরা।

১১ বছর বয়স থেকে প্রগ্রামিংয়ের বিভিন্ন ভাষা শেখে পেরেইরা।

২০১৬ সালে এক কোডিং প্রতিযোগিতায় বিজয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত গুগলের প্রধান কার্যালয় পরিদর্শনও করে।

(ওএস/এসপি/মে ৩১, ২০১৮)