স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন স্থান থেকে মেয়াদোত্তীর্ণ সেমাই, শিশুখাদ্য ও চিপস সংগ্রহ করে ইচ্ছেমতো তারিখ বসিয়ে নতুন করে প্যাকেটজাত করে বাজারজাত করার অপরাধে রাজধানীর চকবাজারে ৪ প্রতিষ্ঠানকে ১৩ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে চকবাজার ছোট কাটারা মার্কেটে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সারওয়ার আলম বলেন, মেয়াদোত্তীর্ণ সেমাই, বেবি ফুড ও চিপস দেশের বিভিন্ন স্থান থেকে নিয়ে এসে নিজেদের মতো অস্বাস্থ্যকর পরিবেশে পুনরায় প্যাকেট করা হতো। তারপর সেসব প্যাকেটে নিজের ইচ্ছেমতো মেয়াদোত্তীর্ণের তারিখ বসানো হতো। এসব প্রতিষ্ঠানের বিএসটিআই’র কোনো মোড়ক বা অনুমতি নেই।

মেয়াদোত্তীর্ণ সেমাইয়ের সঙ্গে কিছু ভালো সেমাই মিশিয়ে পুনরায় বাজারজাত করারর অপরাধে মেসার্স খোকন ট্রেডার্সকে ৪ লাখ, চানমিয়া স্টোরকে ৩ লাখ, দোহার স্টোরকে ৩ লাখ এবং বাংলাদেশ স্টোরকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান সারওয়ার আলম।

(ওএস/এসপি/জুন ০২, ২০১৮)