সিরাজগঞ্জ প্রতিনিধি : অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বৃহত্তর চলনবিল অঞ্চলে রোপনকৃত আগাম জাতের রোপা আউশ ধান তলিয়ে গেছে । এতে করে পুণরায় ক্ষতিরমুখে পড়েছে কয়েক হাজার কৃষক । এর আগে টানা বর্ষণে  বোরো ধান নিয়ে ও বিপর্যয়ের মুখে পরেছিলেন এ অঞ্চলের কৃষক । সে লোকসান কাটিয়ে উঠতে তারা আগাম জাতের রোপা আউশ চাষে ঝুকে পড়ে ।

স্থানীয় কৃষি সম্প্রসাণ অধিদপ্তর বলছেন, বোরোর লোকসান পুষিয়ে নিতে এ অঞ্চলের কৃষক প্রায় ১০ হাজার হেক্টর জমিতে জিরা জাতের আগাম রোপা আমন রোপন করে ।কিন্তু অতি বর্ষণের কারণে বীজতলা ও লাগানো জমি ডুবে যাওয়ায় আবারো বিপর্যয়ের মুখে পড়ে গেলেন কৃষক। যার ফলে ব্যাংকের কৃষি ঋণ ও মহাজনের ঋণ পরিষধ করতে তারা হিমশীম খাচ্ছে ।

(এমএসএম/এসপি/জুন ০৩, ২০১৮)