নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় নয় মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে যৌতুকের কারণে হত্যা করার অভিযোগ উঠেছে ।এ ঘটনায় স্বামী-শ্বাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতে পরিবার সুত্রে জানা গেছে, উপজেলা নাউতারা ৪ নং ওয়ার্ডের ভাটিয়া পাড়া গ্রামের মজিবর রহমানের পুত্র রেজাউলের সাথে একই ইউনিয়নের আকাশকুড়ি উদ্দিনের কন্যা কোকিলা (২৪)এর ২০১১সালে পারিবারিকভাবে বিয়ে হয় । বিয়ের পর হতে কোকিলার স্বামী রেজাউল ও শাশুড়ি রেজিয়া যৌতুকের জন্য বিভিন্ন অজুহাতে কোকিলাকে অমানবিক নির্যাতন করত । এর মাঝে বিয়ের দুবছর পরে তাদের কোলজুড়ে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। তার নাম রুমানা, বর্তমান বয়স ৩বৎসর ।

শুক্রবার বিকেলে কোকিলার সাথে তারশ্বাশুড়ি ও স্বামীর সাথে যৌতুকের বিষয় নিয়ে ঝগড়া বাধে। ঝগড়ার সুত্র ধরে ভোর রাতে প্রতি দিনের মত ভোর রাতে কোকিলাসহ স্বামীর বাড়ীর লোকজন সেহেরি খেতে উঠে। এ সময় নয় মাসের অন্তঃসত্ত্বা কোকিলাকে বিকেলের ঝগড়ার জের ধরে স্বামী,শ্বাশুড়ি ও শ্বাশুড়বাড়ির অন্যান্য লোকেরা বেধড়ক মারপিট করে হত্যা করেন ।

খবর পেয়ে সকালে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোকিলার স্বামী রেজাউল ও শাশুড়ী রেজিয়াকে গ্রেফতার করে এবং কোকিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠায়। ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনা সম্পর্কে এই প্রতিবেদককে বলেন,মএ ঘটনায় নিহত গৃহবধূর পিতা বাদী হয়ে মামলা নং-৪,তারিখ-২/৬/২০১৮ইং দায়ের করেছেন। আমরা এই মামলার ১ও২ নম্বর আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি ।

(এমএস/এসপি/জুন ০৩, ২০১৮)