সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : আজ রবিবার গলাচিপা হরিদেবপুর জেলা পরিষদের ইজারাকৃত খোয়াঘাটে যাত্রী সাধারণের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় অপরাধে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তৌছিফ আহমেদ ইজারাদারের দুই টিকিট বিক্রি শ্রমিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের কারাদণ্ড প্রদান করেছে। 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, গাজী মোস্তফা (৪০) ও শ্যামল পাল (৩০)। অপরাধী ২ জনকে পুলিশ জেল হাজতে প্রেরণ করে। উল্লেখ্য গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ইজারাদার শিবু দাসকে ইতিমধ্যে উপজেলা প্রশাসন অতিরিক্ত টোল না নেওয়ার জন্য সতর্ক করা হয়েছিল। কিন্তু শিবু দাস কতিপয় প্রভাবশালীদের নিয়ে যাত্রী সাধারণের কাছ থেকে ৫ টাকার পরিবর্তে ৮ টাকা করে খেয়া পারাপারের অতিরিক্ত টাকা নিচ্ছে বলে ব্যাপক অভিযোগ রয়েছে। ভাম্যমাণ আদালতের সময় স্থানীয় পুলিশ সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে সহযোগিতা করে। ভ্রাম্যমান আদালতের সময় ইজারাদারকে পাওয়া যায় নি। এই অভিযানকে স্থানীয় যাত্রী সাধারণ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসারকে অভিনন্দন জানিয়েছে।

(এসডি/এসপি/জুন ০৩, ২০১৮)