আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনা জেলার আমতলী উপজেলায় বেসরকারী ত্রান ও উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বিশ্ব এতিম দিবস পালন করে। ৩ জুন রবিবার সকাল ১০ ঘটিকায় এ উপলক্ষে আমতলী টি টি এন্ড ডি সি হলে এতিম শিশু ও মায়েদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জি এম দেলওয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন , উপজেলা সমাজ সেবা কর্মকর্তামো.হেমায়েত উদ্দিন , ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আক্তারুজ্জামান খান বাদল, মোঃ হারুন অর রশিদ সোনালী ব্যাংক ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

ইসলামিক রিলিফ, বাংলাদেশ এতিম ও শিশু কল্যাণ কর্মসূচীর আওতায় আমতলী ফিল্ড অফিসের মাধ্যমে উপজেলার ৭টি ইউনিয়নে ৩২৫ জন এতিম শিশুর শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও বিনোদনের জন্য স্পন্সরশীপ কার্যকত্রমের মাধ্যমে সহযোহিতা প্রদান করছে।

বিশ্ব এতিম দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় এতিম শিশু ও মায়েরা সহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করে।

(এন/এসপি/জুন ০৩, ২০১৮)