আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামে জমি জমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দেবর কর্তৃক ভাবীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তক্তাবুনিয়া গ্রামের আ: গনি বিশ্বাস তার বোন রওশন আরা বেগমের ১৮ শতাংশ জমি সাব-কবলা সূত্রে ক্রয় করেন। ক্রয় কৃত জমি গনি বিশ্বাস ভোগ দখল করতে গেলে ছোট ভাই দলিল উদ্দিন বিশ্বাস বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাঠির এক পর্যায়ে গনি বিশ্বাস কে মারধোর করার জন্য দলিল উদ্দিন বিশ্বাস দৌড়ে আসলে বাধা দেয় গনি বিশ্বাসের স্ত্রী রানী বেগম (৫৫)। তখন দলিল উদ্দিন বিশ্বাস লাঠি (মুগইর) দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে রানী বেগম কে।

রানী বেগম (৫৫) আমতলী হাসপাতালে চিকিৎসাদীন রয়েছেন । আমতলী হাসপাতালের কমিনিউটি মেডিকেল অফিসার নিখিল চন্দ্র জানান, রানী বেগমের নাখ ফেটে গেছে ও শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখমের চিহ্ন রয়েছে ।

এ ব্যাপারে অভিযুক্ত দলিল উদ্দিন বিশ্বাসের বক্তব্য জনার জন্য একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আলউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ আইনগত ও যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

(এন/এসপি/জুন ০৩, ২০১৮)