গাইবান্ধা প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে দ্বৈত ভর্তির ক্ষেত্রে অযৌক্তিক জরিমানা প্রত্যাহারের দাবিতে রবিবার গাইবান্ধায় ভুক্তভোগী ছাত্র সংগ্রাম পরিষদ গাইবান্ধা সরকারি কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শহরের ১নং ট্রাফিক মোড়ে মানববনন্ধন ও সড়ক অবরোধের কর্মসূচি পালন করে।

সড়ক অবরোধের সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক নাজমুল ইসলাম, রফিক হাসান, রেজাউল হক, নাজমুল হাসান, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক ওয়ারেছ সরকার প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অযৌক্তিক জরিমানা করে ছাত্রদের হয়রানী করছে। এই অগণতান্ত্রিক জরিমানা প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।

(এসআইআর/এসপি/জুন ০৩, ২০১৮)