বরিশাল প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইছলাদি এলাকার বাজারে ঢুকে পড়লে অন্তত আটজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অর্ধশত।

একই সঙ্গে দুমড়েমুচড়ে গেছে বাজারের ১০ ব্যবসা প্রতিষ্ঠান ও ১০টি মিশুক। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে নীল শরীফ নামে একজনের পরিচয় পাওয়া গেছে। বাকীদের পরিচয় পাওয়া যায়নি।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘ঢাকা থেকে হানিফ পরিবহণের একটি বাস সাড়ে ৬ টার দিকে ইছলাদী বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এতে ইছলাদী বাজারের ১০ ব্যবসা প্রতিষ্ঠান দুমড়েমুচড়ে যায়। একই সঙ্গে রাস্তার পাশে দাড়িয়ে থাকা ১০টি মিশুক পরিবহণও দুমড়েমুচড়ে যায়।’

এ ঘটনায় এখন পর্যন্ত আটজন নিহত হয়েছে বলে ওসি আনোয়ার হোসেন জানান। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন। আহতদের মধ্যে ৩০ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(বিএস/এস/অ/জুলাই ১১, ২০১৪)