শেখ আহসানুল করিম, বাগেরহাট : খুলনার নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের ছেড়ে দেয়া বাগেরহাট- ৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহারকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহার ছাড়া আর কেউ এই আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেননি। সোমবার বিকালে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

এসময় বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র তালুকদার আব্দুল বাকীসহ আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনের নেতাকর্মীরা জেলা নির্বাচন অফিসে উপস্থিত ছিলেন। বাগেরহাট- ৩ আসনের উপ-নির্বাচনের রির্টানিং অফিসার মো. নুরুজ্জামান তালুকদার এতথ্য নিশ্চিত করেছেন।

বাগেরহাট-৩ আসনে এরআগে তালুকদার আব্দুল খালেক সংসদ সদস্য ছিলেন। তালুকদার আব্দুল খালেক খুলনা সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য স্পিকারের কাছে তার সংসদ সদস্য পদ থেকে অব্যহতি নিয়েছিলেন। এরপর স্পিকার নির্বাচন কমিশনকে চিঠি দিলে ১০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। সেই শূন্য আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয় তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহারকে।

নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী বাগেরহাট- ৩ (রামপাল-মোংলা) আসনের উপ-নির্বাচনে গত ২৪ মে মনোনয়নপত্র জমা, ২৭ মে বাছাই ও ৩ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছিল। আর ভোট গ্রহনের দিন ধার্য করা হয়েছিল আগামী ২৬ জুন।

(এসএকে/এসপি/জুন ০৪, ২০১৮)