নীলফামারী প্রতিনিধি : জলঢাকায় আবু তালেব (৫২) নামের এক ভ্যান চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। সে উপজেলার বগুলাগাড়ী গ্রামের সরেতুল্লাহ মামুদের ছেলে।

নীলফামারী জলঢাকা উপজেলার উত্তর দেশীবাই গাড়িরঘাটি ব্রীজ এলাকার একটি ভুট্টা ক্ষেতে ঘটনাটি ঘটে।

সোমবার (৪ জুন) সকালে পুলিশ আবু তালেবের মরদেহ উদ্ধার করে দুপুরে লাশের ময়না তদন্তের জন জেলার মর্গে পাঠিয়েছে।

নিহত তালেবের বাড়ীর এক কিলোমিটার অদুরে উত্তর দেশীবাই গাড়িরঘাটি ব্রীজ এলাকায় একটি ভূট্টাক্ষেতে আবু তালেবের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। তাকে দুর্বৃত্বরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর তার চার্জার ভ্যানটি নিয়ে পালিয়ে যায় বলে ধারনা করা হচ্ছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ধারালো অস্ত্রের ক্ষত বিক্ষত অবস্থায় নিহতের লাস উদ্ধার করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেফতার বা ছিনতাই হওয়া চার্জার ভ্যানটি উদ্বার করতে পারেনি ।

জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, দুর্বৃত্বদের গ্রেফতারের অভিযান চলছে। পাশাপাশি, ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধারের চেস্টা চলছে।

(এস/এসপি/জুন ০৪, ২০১৮)