স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরে মঙ্গলবার ভোর রাতে পৃথক দুটি বন্দুক যুদ্ধে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আহত দু’জনকেই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় দিনাজপুরে এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয় স্থান থেকে  পুলিশ মাদক ও ককটেল উদ্ধার করেছে। 

পুলিশ জানায়, রাত আড়াইটায় দিনাজপুর সদর উপজেলার গোদাগাড়ি এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুক যুদ্ধের সংবাদে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে পায়ে গুলিবিদ্ধ লুৎফর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে দিনাজপুরে এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। লুৎফর রহমান একই এলাকার দানিহারী গ্রামের এনামুলের ছেলে।

একই সময় হাকিমপুর উপজেলায় হিলির চুড়িপট্টি এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে আলাউদ্দিন চিকা (৪০) নামে এক মাদক ব্যবসায়ী পায়ে গুলিবিদ্ধ হয়। এসময় সেখান থেকেও ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। তাকে আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুরে এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলাউদ্দিন হাকিমপুরের মধ্য বাসুদেবপুর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।

(এসএএস/এসপি/জুন ০৫, ২০১৮)