শেরপুর প্রতিনিধি : ‘আসুন প্লাস্টিক দূষণ রোধ করি’-শ্লোগানে শেরপুরে সাইকেল র‌্যালি, বৃক্ষরোপন অভিযানের মধ্য দিয়ে ৫ জুন মঙ্গলবার বিশ্ব পরিবেশ উদযাপন করা হয়েছে। 

জেলা প্রশাসন ও নাগরিক সংগঠন জনউদ্যোগ শেরপুর জেলা কমিটির আয়োজনে কালেক্টরেট চত্বরে সাইকেল র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।

এতে ওয়ার্ল্ডভিশন শেরপুর এপি, আরডিএস, সাইক্লিস্ট সংগঠন এমজেডভিএস সহ বিভিন্ন বেসরকারি সংস্থা সহযোগিতা করেন। প্রায় দেড় শতাধিক সাইকেলের র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।

পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে ফুল গাছের চারা রোপন ও সেখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে শতাধিক ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের তুলসিমালা মিলনায়তনে শহরের ৪টি স্কুলের বিতর্ক দলের অংশগ্রহণে পরিবেশ বিষয়ক এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

(এসআর/এসপি/জুন ০৫, ২০১৮)